সিংগাইর আঞ্চলিক মহাসড়ক খোলাপাড়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নি-হত ১ ও আহত ৩।
ঈদ আজহারের আগের দিন ৬ জুন সকাল ৯ ঘটিকায় প্রাইভেট কারটি মানিকগঞ্জ যাওয়ার পথে ও গরুর ট্রাকটি গাবতলী যাওয়ার সময় এবিসি ইটভাটার কাছে এই দূর্ঘটনা ঘটে।

কাকতালীয় ভাবে একই এলাকার প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষ হয়েছে।
ট্রাকের ছাদের উপরে বসে থাকা যাত্রী শিবালয় উপজেলার তারাইল গ্রামের আব্দুল মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) নিহত হয়েছে। আর প্রাইভেট কারে থাকা ৩ জন আহত হয়েছে, এরা হলো শিবালয় উপজেলার একই ইউনিয়ন দি তারাইল এর লক্ষীপুর গ্রামের আয়নাল মোল্লার ছেলে সাত্তার মোল্লা (,৩৭) একই ইউনিয়ন দি তারাইল মুনাইল গ্রামের হেলাল উদ্দিন এর ছেলে মাসুদ মোল্লা (৬০) ও শিবালয় উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন এর বির বাসাইল গ্রামের জসিম উদ্দিন এর মেয়ে সায়াফ আরহাম (৫) গুরুতর আহত অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট কারে থাকা যাত্রীর ভাষ্য মতে ট্রাকটি রং রাস্তা দখল করে যাইতে ছিল, এ সময় প্রাইভেট কারটি ফুল বেরেক
করায় গাড়ীটি ঘুরে গিয়েছে। তিনি আরও জানান শিশু কন্যার অবস্থা খুবই খারাপ।