সিংগাইরে আজগর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জ সিংগাইর উপজেলার রায়দক্ষিন গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আজগর হত্যা মামলার ১ নং আসামি আল-আমিন(৪৭)কে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার(৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল এলাকার জান্নাত বিরিয়ানি হাউজ-২থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আল-আমিন উপজেলার পূর্ব রায়দক্ষিন গ্রামের মৃত কালু পরামানিকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিন এলাকার আজগর(৫৫) কে হত্যা করে আল-আমিন গং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। জেলা পুলিশ সুপার মোসা.ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজমের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আলামিনের লোকেশন ট্যাগ করে সোমবার দুপুরে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিণ গ্রামের এক তৃতীয় শ্রেনীর শিশুকে ইভটিজিং করায় নাবালিকার নানা আজগর আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন গংরা ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আজগর আলী(৫৫)কে কুপিয়ে হত্যা করে। তারপর থেকে আল-আমিন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল।
নিহত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করাসহ
জোর দাবী জানিয়েছিলো।
খুনী আল আমিন এর বিরুদ্ধে হত্যাসহ বহু অভিযোগ তুলে গ্রামবাসী।
এই গ্রেফতারে রায়দক্ষিন গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে।

Leave a Comment