সিংগাইরে প্রতিপক্ষের আঘাতে ২ ব্যবসায়ী গুরুতর আহত

Photo of author

By F.M RIDOM PRANTOR FAZLU

সিংগাইরে প্রতিপক্ষের আঘাতে ২ ব্যবসায়ী গুরুতর আহত
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ শাহিন গংদের আঘাতে ২ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার(২৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গোবিন্ধল গ্রামের(নেপাল বেপারি মহল্লায়) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,উপজেলার পৌর এলাকার গোবিন্ধল গ্রামের তারা মিয়ার আপন দুই ছেলে হারুন অর রশিদ(৪৮) ও ইকবাল হোসেন(৩৫)। এ ব্যাপারে ভুক্তভোগীরা একই পরিবারের ৫ জনকে আসামী করে সিংগাইর থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, একই মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে শাহিনুর রহমান(৩৬),মৃত টুকানির ছেলে আব্দুর রাজ্জাক(৫৮),আব্দুর রাজ্জাকের স্ত্রী জাহানারা খাতুন(৫৪), আব্দুর রাজ্জাকের মেয়ে বিলকিস(২০) ও তানিয়া(১৮)
ভুক্তভোগী পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে হারুন অর রশিদ তার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার পরিষদের পিছনে পুরাতন সিনেমা হল রোড আমিন ইঞ্জিনিয়ার ওয়ার্কসপের উদেশ্য বাড়ি থেকে বের হন। এর মধ্য পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে থাকা পাশ্ববর্তী বাড়ি শাহিনুর রহমান গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আর্তকিত হামলা চালিয়ে হারুন অর রশিদকে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় তার ছোট ভাই ইকবাল হোসেন এগিয়ে এলে তাকে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হারুন ও ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
এদিকে, অভিযুক্ত শাহিন মারামারির ঘটনা স্বীকার করে বলেন,গরুর গোবর সড়ানোকে কেন্দ্র করে দু,পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমিসহ আমার মা আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলাম। তিনি আরোও বলেন,আমিও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি।

Leave a Comment