মানিকগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

Photo of author

By PtvBangla

সাহিদুজ্জামান সাহিদ: (মানিকগঞ্জ প্রতিনিধি)

মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ptv news

বুধবার ( ৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০) এবং একই এলাকার শহিদ বেপারীর ছেলে আলীম (৩২)।

এদের মধ্যে সুমনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অপর আসামি আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন আসামি সুমন শেখ।

আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় আসামি সুমন অপর আসামি আলীমের সঙ্গে একজোট হয়ে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

সেই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল্লালকে কুপিয়ে হত্যা করেন। এদের মধ্যে এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচার চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

Leave a Comment