মানিকগঞ্জ জেলা প্রতিনিধি-০২-০৬-২০২৫ঃ
মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে পাঁচ লক্ষ টাকা করে সরকারি অনুদানের চেক প্রদান করেছেন বিআরটিএ অফিস।

আজ সোমবার (২ জুন ) সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ( যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালক ( ইঞ্জি:) এর কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুব কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ আতিকুল মামুন।
যেসব নিহতের পরিবার পেল অনুদানের চেক তারা হলেন আব্দুস সালাম,সানোয়ার হোসেন, মোঃ কাউসার আহমেদ ,ওবায়দুর রহমান,মো.তারামিয়া ,আবির হাসান ,মোঃ আশিফুর রহমান।
এবিষয়ে মাহাবুব কামাল জানান, মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের অনুদানের চেক রেডি হয়েছে।প্রথম পর্যায়ের ৭ জনের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।বাকি ২৩ জনকে পর্যায়ক্রমে অনুদান প্রদান করা হবে।
উল্লেখ্য যে,সড়ক দূর্ঘটনায় আহত কিম্বা নিহত হলে যে,সরকারি অনুদান পাওয়া যায়, এই বিষয়টিই অধিকাংশ মানুষ জানে না।এ কারনেই শতকারা ৯৯ভাগ মানুষই কখনও কোন দাবির আবেদনই জমা দেয় না।
এ বিষয়ে মানুষকে সচেতন ও অবগত করানোর জন্যে প্রযোজনীয় পদক্ষেপ নিতে প্রধান অতিথি ড,মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের সকলকে এই বিষয় টি বেশি বেশি প্রচার করতে হবে।দূর্ঘটনায় পতিত অসহায় ব্যক্তি ও পরিবারের সঠিক সহযোগিতার জন্যেই আমাদের এ কাজটি করতে হবে।মানুষের প্রাপ্য সুবিধাগুলো সম্পর্কে তাদের জানার অধিকার আছে।স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসা,জনপ্রনিধি,তথ্য অফিস,গণমাধ্যম সহ সবাইকে এ দায়িত্ব পালন করতে হবে। আসুন,নতুন বাংলাদেশ আমরা নতুন মানসিকতা আর দেশপ্রেম নিয়ে, মানুষের প্রতি ভালবাসা আর মানবিকতা নিয়ে একসাথে কাজ করি।
মোঃ শাহানুর ইসলাম
জেলা প্রতিনিধি-মানিকগঞ্জ
১৭১১-৮১৯৭৫১