২০ বৎসর প্রবাস জীবন কাটিয়ে ভাগ্নির সাথে স্বামীর অবৈধ সম্পর্কে নিঃস্ব নারী

Photo of author

By Akash Khan

২০ বছর প্রবাস জর্দান থেকে দেশে এসে নরকে বসবাস করছেস্বামীর অত্যাচারে এমন টি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারী শান্তা ইসলাম রূপা,মানববন্ধন কালে তিনি বক্তব্য দিয়ে কান্নায় ভেঙে পড়ে,পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মানিকগঞ্জ সদর উপজেলার বালড়া মিতরারগুজুরী গ্রামের দবির উদ্দিন এর ছেলে নবীন এর সাথে। নবীন অর্থ ও নারী লোভী। শ্বশুরবাড়ি থেকে একই বাড়িতে থাকা বোনের মেয়ে স্কুল পড়ুয়া লতিফাকে মাঝেমধ্যে হোন্ডা দিয়ে নিয়ে আসিতো খালু নবীন, কিন্তু খালু হলেওমাঝেমধ্যে দূরে কোথাও নিয়ে ধর্ষণের ঘটনারকিছু আলামত তথ্য কানাঘুষা হতে থাকে,খালুর হাত থেকে বাচাতে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিলো কিন্তু সেই সংসার ভেঙে নবীন মিয়া ভাগনীকে নিয়ে পালিয়ে গিয়েছে। আগের বউকে তালাক না দিয়েই লতিফাকেকাবিন নামায় বিয়ে করে কোথাওপালিয়ে বসবাস করছে। এ নিয়ে রূপা মানিকগঞ্জ আদালতে মামলাওকরেছে, গ্রেফতারী পরয়ানা জারি হলেও আজ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী নারী স্বামী হোন্ডা, ট্রাক গাড়ীসহব্যবসার জন্য ১৮ লক্ষ টাকা দিয়েছে, পালিয়ে যাওয়ার সময় ১৪ ভরি স্বর্ণ নিয়ে রূপাকে সর্ব শন্ত করে পথে নামিয়ে রেখেছে। এলাকাবাসী সহ নারী লোভী ও অর্থ লোভী নবীনের গ্রেফতার সহ সুষ্ঠু বিচার দাবী করে বক্তব্য রেখেছে

তথ্য চিত্রে : এফ এম ফজলু পিটিভি বাংলা

Leave a Comment