সিংগাইরে রাস্তা নির্মাণে অনিয়ম!

Photo of author

By Akash Khan

সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম আয়নালের ব্রিজ থেকে বাটি ইস্রাফিলের বাড়ি পর্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার নির্মাণ কাজ চলছে। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় বাগবিতণ্ডা চলছে।উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ১ হাজার ২০০ মিটার রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা। স্থানীয় প্রভাবশালী ধনঞ্জয় ঘোষের মালিকানাধীন মেসার্স ধ্রুব এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই রাস্তার কাজ শুরু করেছে। এলাকাবাসীর বাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিন গত বৃহস্পতিবার দুপুরে ওই রাস্তার বাটি গ্রামে দেখা যায়, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে চলছে রাস্তা নির্মাণেরসিংগাইরে রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইটের খোয়াকাজ। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন, আইয়ুব বিশ্বাস, হাবে বিশ্বাস, রাজা খান, মনুর আলী ও সুমন বেপারী অভিযোগ করে বলেন, রাবিশ ওনিম্নমানের ইটের খোয়ার পাশাপাশি রাস্তার মাটি দিয়েই ঢাল ভরাট করা হচ্ছে। এ নিয়ে আমরা প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধনঞ্জয় ঘোষ ও তার লোকজন উল্টো হুমকি ধমকি দেয়। এদিকে চলমান রাস্তার নির্মাণ কাজে লাগানো হয়নি স্কিম তথ্যবোর্ড। এতে তথ্য সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হয় সংবাদ কর্মীদের। এ বিষয়ে ধনঞ্জয় ঘোষকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ওই রাস্তার কাজের সুপারভিশন কর্মকর্তা সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কথা না। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।সিংগাইর উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, এটা আপনার কাছ থেকে প্রথম শোনলাম। সরজমিন গিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment