গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৬ ঘটিকায় সিংগাইর বৈরাগীর আখরার পশ্চিম পাশে পাকা রাস্তায় এ মারামারির ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী আমজাদ বলেন সকালে তার বাড়ির সামনে মই দিয়ে সাজনা গাছে উঠে সাজনা পারতে ছিলো। এ সময় সিংগাইর বাজারের হোমিও চিকিৎসক মনিরুল ইসলাম ও তার ভাই মশিউর রহমান উপস্থিত হয়ে আমজাদ কে মই থেকে লাথি মেরে ফেলে মারপিট করে। এ সময় আমজাদ ওতার ছেলে এগিয়ে আসিলে তাদের উপরও হামলা করে পালিয়ে যায়। আহত আমজাদকে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো, রুগীর অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসার কোন সুযোগ না পাওয়ায় সাভার সিআরভিতে ভর্তি করেছে, সাভার ইবনে সিনায় এমআরআই করে নিশ্চিত হয়েছে যে তার মেরুদণ্ডে নীচুর ৩ টি হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসকদের মতে দীর্ঘ দিন শয্যাসায়ী হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। এ বিষয়ে আহত আমজাদ এর স্ত্রী সোনিয়া খানম বাদী হয়ে সিংগাইর থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছেন।সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহজাহান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হইবে।সোনিয়া খানম বলেন আমাদের বিরুদ্ধেও আসামি পক্ষ একটি অভিযোগ করেছে।মোবাইলে বিবাদী মনির কে জিগ্যেসা করিলে তিনি জানান আমাদের দাবীকৃত রাস্তার পাশের জমির উপর সাজনা গাছ থেকে সাজনা পারতে ছিলো এসময় আমরা বাধা দিয়েছি, হাড় ভাঙ্গা ও মারপিটের ঘটনা এড়িয়ে যান।