ঈদের তৃতীয় দিনে বড় ২ গরু কোরবানি দিয়ে
সিংগাইর উপজেলার ২১ টি আবাসিক মাদ্রাসায় মাংস বিতরণ করেছেন
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ,
সংসদ সদস্য হওয়ার বহু পূর্ব থেকে তিনি এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বরাবরই এই অসহায় ছাত্রদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে এই কোরবানির মাংস বিতরণ করে আসছেন।
এ বিষয়ে দেওয়ান মাহবুব আলম জুয়েল জানান
দেওয়ান জাহিদ আহমেদ টুলু
পারিবারিকভাবে গরু কোরবানি দিয়ে আসছে পাশাপাশি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে
আলাদা করে গরু কোরবানি দিয়ে মাংস বিতরণ করেন তিনি।
এ সময় মাদ্রাসার দ্বায়িত্বে থাকা শিক্ষক বা প্রতিনিধি
উপস্থিত হয়ে মাংস নিয়ে যায়।
আগামীতেও তিনি এই ধর্মীয় বিশ্বাসের সাথে এ কাজগুলো করে যাবেন।