*মানিকগঞ্জে কাশিমপুর কারাগারের হিসাবরক্ষক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার, মামলার রহস্য উদঘাটনসহ আলামত উদ্ধার।*
মোঃ শাহিদুল ইসলাম খান (৫৭), হিসাব রক্ষক পদে কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর, গাজীপুরে কর্মরত ছিলেন। মোঃ শহিদুল ইসলাম খানের পরিবার মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জের ভাজনদাসগাথীতে। গত ইং ১৬/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকায় শহিদুল ইসলাম খান কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর, গাজীপুর হতে মানিকগঞ্জের উদেশ্য রওনা দেয়। রাত অনুমান ১১.১০ ঘটিকায় মোবাইল ফোনে তার মেয়ে মাইশা মালিহা বিভাকে জানায়, তিনি চন্দ্রা থেকে বাসে উঠে মানিকগঞ্জ আসতেছেন। পরবর্তীতে মোঃ শহিদুল ইসলাম খানের মোবাইল ফোন বন্ধ থাকায় মাইশা মালিহা বিভা আর কোন যোগাযোগ করতে পারে নাই।
পরদিন সকাল অনুমান ০৮.১৫ ঘটিকার মানিকগঞ্জ থানাধীন মেঘ শিমুল এলাকার জাগীর ধলেশ্বরী ব্রীজের নিচ হতে শাহিদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর মানিকগঞ্জ জেলা পুলিশের সকল উর্ধ্বতন অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় ও দিক-নির্দেশনায় মানিকগঞ্জ থানার চৌকশ অভিযানিক টিম এই ক্লু-লেস হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মিস্টার আলী ও মোঃ শাহীনদ্বয়কে ইং ২২/০৬/২০২৪ তারিখ বিকাল অনুমান ৬.০০ ঘটিকায় মানিকগঞ্জ থানাধীন সিংগাইর বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এবং ধৃত আসামী মোঃ শাহীন এর দেওয়া তথ্য মতে তার বসত ঘর হতে মোঃ শাহিদুল ইসলাম খান এর ব্যবহৃত ০২ টি মোবাইল ও সন্দিগ্ধ আরো ০১ টি মোবাইল ফোন এবং শাহিদুল ইসলামের থেকে নেয়া নগদ ৪০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামী মিস্টার আলীর দেওয়া তথ্য ও সনাক্ত মতে ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুরস্থ রিমন বডিবিল্ডার্স গাড়ীর গ্যারেজ হতে অত্র মামলার ঘটনায় ব্যবহৃত ০১ টি মিনি বাস (শুকতারা পরিবহন) ইং ২২/০৬/২০২৪ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। আসামীদ্বয়কে দ্রুত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।