মানিকগঞ্জ জেলা পরিষদের বাৎসরিক বাজেট ঘোষণা করা হয়েছে আজ ৩০ জুন ২০২৪মানিকগঞ্জ জেলা পরিষদের হল রুমে দুপুর ১২ ঘটিকায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, মাসিক সমন্বয় সভা শেষে ২০২৪ – ২০২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করেছেন।সভার শুরুতে জেলা পরিষদের হিসাবরক্ষক মোঃ জামির হোসেন এ বাজেট পাঠ করে শোনান।খাতের নাম যেমন ১% আয় ধরা হয়েছে ১৫, ০০,০০,০০০ টাকা যা ২০২৩-২০২৪ মে পর্যন্ত ১১,৭৪,৪৪,৫৩৭ টাকা ছিল, ২০২৪-২০২৫ অর্থ বছরের মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৯,৯৯,০০,০০০ টাকা, যা গত অর্থ বছরে ছিল ১৪,৮৯,০৪,৬৫১ টাকা। এডিপি হতে বরাদ্দ (২০২৪-২০২৫) অর্থ বছরের আয় ৮,০০,০০,০০০ টাকা, গত অর্থ বছরে ছিল ২,২৫,০০,০০০ টাকা। অন্যান্য মূলধন জাতীয় আয় ২,৫৫,০০,০০০ টাকা, গত২০২৩ – ২০২৪ মে পর্যন্ত ছিল ১,০৪,৯২,৬৩৫ টাকা। মোট আয় ৩০,৫৪,০০,০০০ টাকা, গত অর্থ বছরে ছিল ১৮,১৮,৯৭,২৮৬ টাকা। পূর্ববর্তী বছরের জের ৫৯,৯৫,৬০,৪৩৩ টাকা, ২০২৩- ২০২৪ অর্থ বছরের পূর্ববর্তী বছরের জের ৫১,৭৪,৩৫,৭৫১ টাকা। সংস্থাপন ব্যয় ২০২৪- ২০২৫ ১৮,১৩,১০,০০০টাকা যা গত অর্থ বছরে ছিল ৫,১৭,৭৪,২৪৪ টাকা। উন্নয়ন ব্যয় ১,৮৫,৯০,০০০ টাকা, সরকারি অনুদান ৮,০০,০০,০০০ টাকা। মোট ব্যয় ২৭,৯৯,০০,০০০ টাকা অন্যান্য মূলধন জাতীয় ব্যয় ১৯,২৫,০০,০০০ টাকা। মোট ব্যয় ৪৭,২৪,০০,০০০ টাকা, সমাপনী / পূর্ববর্তী বছরের জের ৪৩,২৫,৬০,৪৩৩ টাকা। সর্বমোট ৯০,৪৯,৬০,৪৩৩ টাকা, যাহা ২০২৩- ২০২৪ অর্থ বছরে ছিল ৬৮,৯৩,৩৩, ০৩৭ টাকা। এর মধ্যে আয়ের উৎস বা খাতসমূহ ও সংশোধিত বাজেট উল্লেখ করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ সুহৃদ সালেহীন পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বাশার, সাধারণ সদস্যমোঃ আঃ কুদ্দুস, মোঃ হায়দার আলী তারেক, আঃ রাজ্জাক হোসাইন রাজা,মোঃ সফিকুল ইসলাম সফিক, সংরক্ষিত আসন এর সদস্য প্যানেল চেয়ারম্যান শাহীন অফরোজ, নাজমা আক্তার ও নারী সদস্য এফ এম রিপন আক্তার ফজলু।এছাড়াও জেলা পরিষদে কর্মরত সকলকর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন