সিংগাইরে আবারও চেতনানাশক ওষুধ খাইয়ে ২ বাড়িতে ও আরেক বাড়িতে ৩ গরুসহ ১১ লাখ টাকা মালামাল চুরি

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে একই রাতে ২ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে সঙ্ঘবদ্ধ চক্রটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, সোমবার ( ২৭ জানুয়ারি) গভীর রাতে ওই গ্রামের হুমায়ূন রশিদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই পরিবারের লোকজনকে অজ্ঞান করে কেচিগেটের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল,আঙটি ও নাকের নোলক নিয়ে যায় ‌। ওই রাতেই আরেক প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়ি থেকে একই কায়দায় নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। হয়রানির ভয়ে ভূক্তভোগী পরিবারদ্বয়ের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে ও জানান তারা।
এছাড়াও নতুন ইরতা তালতলায় সিদ্দিক এর বাড়িতে ১৩ জানুয়ারি গভীর রাতে ৩ টি গরু চুরি হয়েছে।
সিদ্দিক এর বাড়ির সামনে ট্রাক দাড় করিয়ে
ধারালো অস্ত্র ও তালা ভাঙার যন্ত্র নিয়ে
২ টি ষাঁড় গরু ও ১টি গাভী গরু চুরি হয়েছে ,
গরু ৩টির আনুমানিক মূল্য হবে ৫ লাখ টাকা।
পরের দিন সিসি ক্যামেরায় দেখা যায় গরুর ট্রাকে বড় পর্দা পড়িয়ে নিয়ে গিয়েছে যাতে গরু কেউ দেখতে না পারে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ঘটনাগুলো আমার জানা নেই,কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি । তারপরও আমি খোঁজ খবর নিয়ে দেখছি ।
কিছু দিন আগে বায়রা এলাকায়ও
চেতনানাশক ব্যবহারে স্বর্ণালংকারসহ মালামাল চুরি হয়েছে।

Leave a Comment