সিংগাইর গোলাইডাঙ্গা হাইস্কুলেউৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতজেলার নেত্রীর পুরস্কার বিতরণ করেছেন

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ শেষে বিকেল ৫ টায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের সাবেক নেতা, শিক্ষানুরাগী, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ইঞ্জি.মো.রিয়াজুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও
জেলা বিএনপির নব গঠিত আহবায়ক সদ্য সাবেক সভাপতি আফরোজা খানম রিতা বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ,সমাজের তরুন,যুবকদের সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে হবে। এখন যে সরকার,পরিপূর্ন দেশ বিজয় অর্জন করতে পারে নাই। তাই স্বাধীনতা ও পাওয়া যায় নাই। তিনি আরো বলেন,সব কিছু ভূলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আগামী ভবিষ্যতে মানিকগঞ্জকে ধানের শীষে আনতে হবে। ভোটাধিকারের জন্য কাজ করতে হবে। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধক সদস্য,বিএনপি নির্বাহী কমিটি ও সদস্য আহবায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপির মো.এস এ জিন্নাহ কবীর,মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য আহবায়ক কমিটি এ্যাড.আজাদ হোসেন খান,সদস্য আহবায়ক কমিটি এ্যাড.আ.ফ.ম নূরতাজ আলম বাহার(পিপি),সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান,সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু সহ অনেকে।

Leave a Comment