চলন্ত গাড়ীর ধাক্কায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

Photo of author

By PtvBangla

সিংগাইর আঞ্চলিক মহাসড়ক মেদুলিয়া খাদ পাড় হতে গত ৮ মার্চ রাত ২:৩০ ঘটিকায়
এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সিংগাইর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়

সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের মেদুলিয়া সাকিনস্থ জনৈক আঃ কুদ্দুস সাহেব এর বাড়ীর সামনে মানিকগঞ্জ টু হেতায়েতপুরগামী পাঁকা রাস্তার উপর।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ- অদ্য ইং ০৮/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকা অত্র সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের মেদুলিয়া সাকিনস্থ জনৈক আঃ কুদ্দুস সাহেব এর বাড়ীর সামনে মানিকগঞ্জ টু হেতায়েতপুরগামী পাঁকা রাস্তার উপর অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩০ বছর বয়সের মুসলিম পুরুষ ব্যক্তি গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু করেন। সংবাদ পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল আশপাশের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যায় যে, ইতোপূর্বে মৃত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহী অবস্থায় ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment