মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং
সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত হারুনর রশীদ খান মুন্নুর কন্যা আফরোজা খান রিতার জন্মদিন নানা আয়োজনে পালন
করা হয়েছে।
গতকাল ৪ /৪/২৫ ইং দিনভর কেক কাটা, ফুলের তোড়া দিয়ে , ফুলের পাপড়ি ছিটিয়ে, রংবেরঙের বেলুন উড়িয়ে
ও শুভেচ্ছা বিনিময় ছাড়াও ব্যতিক্রম বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা ছাত্র দলের অংশগ্রহণ মূলক জন্মদিনের
স্লোগান দিয়ে জন্মদিন পালন করা হয়েছে।
এর পড়ে কেক কেটে একে অপরকে খাওয়াতে দেখা যায়। পর্যায়ক্রমে জেলা বিএনপি, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী যুব দল ও জাতীয়তাবাদী মহিলা দলের সংগঠনটিও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
এছাড়াও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরাও যার যার স্থান থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এ দিনটি মানিকগঞ্জ রাজনৈতিক অঙ্গনে
অনেকটা আনন্দে মুখরিত হয়ে উঠে ছিল। আফরোজা খান রিতার সফল নেতৃত্ব, ও সাংগঠনিক দক্ষতায় তার মেধাবী কর্মদক্ষতায় বিগত কয়েক বছরগুলোতে জেলা বিএনপি ওতার অঙ্গসংগঠনের নেতারা সক্রিয় ভূমিকা পালন করেছে।
এছাড়াও মানিকগঞ্জে দানবীর হিসেবে সাবেক মন্ত্রী প্রয়াত প্রবীণ রাজনীতি হারুনর রশীদ খান মুন্নুর নাম যেমন মানুষের মাঝে রহিয়াছে তার যোগ্য উত্তরসূরী কন্যা আফরোজা খান রিতার নামও বাবার মতো দানশীল হিসেবে পরিচিতি লাভ করেছে।
মানিকগঞ্জ ৭ টি উপজেলাই সমান গুরুত্ব দিয়ে রাজনৈতিক তৎপরতা বিস্তৃত লাভ করেছে। ৭টি উপজেলার সকল রাজনৈতিক মামলার খরচ বহন করে ও আহত, অসুস্থ নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও অর্থ দিয়ে সহোযোগিতা করার অনেক নজির রহিয়াছে।
আসন্ন জাতীয় নির্বাচনে তিনি কোন আসন থেকে বা কোন কোন আসন থেকে নির্বাচন করবেন তা কখনও কোন সভা সমাবেশে বলেননি। রমজান মাস জুড়ে ইফতারি ঈদ উপহার বিতরণ বিতরণ, সংগঠন পরিচালনা ও জেলায় বিগত কয়েক বছর ধরে সমানভাবে বিচরণ করায় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে।
পৃথিবীর প্রতিদিন পত্রিকার পক্ষ থেকেও আফরোজা খান রিতার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে।