সিংগাইরে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল -শ্রেষ্ঠ ওসির পুরষ্কার গ্রহণ শেষে ওসি

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, এতে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।

মানিকগঞ্জের সাতটি থানার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়াসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় গত এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে পদক তুলে দেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এদিকে এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী উপ-পরিদর্শক নির্বাচিত পার্থ শেখর ঘোষ সিংগাইর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহকারী উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল সিংগাইর থানা।

জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, যে মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।

Leave a Comment