পিটিভি বাংলা রিপোর্টার: সিংগাইর উপজেলা ভূমি অফিসের আয়োজনে
গত কাল ২৫ মে সকাল ১১ ঘটিকায়
৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

ঠিক একই সময়ে বলধারা ইউনিয়ন এর গোলাইডাঙ্গায় ইটভাটার অনিয়মভাবে মাটি কাটায় পাশ্ববর্তী জমি ভাঙ্গনে কৃষকেরা মানববন্ধন করেছে। এ সময় গোলাইডাঙ্গার ভুক্তভোগী কৃষক সাগর হোসেন, আলমগীর হোসেন, মানিক মিয়া,আব্দুস সাত্তার, মোস্তফা মাওলানা, চেনু মিয়া,মোকসেদ আলী, নাসির উদ্দীন, রশিদ মোল্লা, বাদশা মিয়া, ইব্রাহিম মোল্লা ও নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বলধারা গোলাইডাঙ্গা ইটভাটা মালিকদের ভূমি সদ্যু ও অনিয়মভাবে মাটি কাটা বিষয়ে বক্তব্য রাখেন।
কৃষকদের জমি প্রতি বছর হারিয়ে যাচ্ছে ৪/৫ বিঘা করে, এভাবে মাটি কাটতে থাকিলে অদূরভবিষ্যতে আবাদি জমি ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে গতবছর লিখিত অভিযোগ করিলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করেনি, এমনটি জানিয়েছেন প্রতিবেদনকালে।
আরও বলেন বলধারায় ইটভাটা মালিকেরা প্রশাসনের পরোক্ষ সহোযোগিতায় কৃষি জমির মাটি কেটে গভীর পুকুরে পরিণত করে পাশ্ববর্তী জমি ভাঙ্গণ সৃষ্টি করেছে, এমন অভিযোগে
২৫ মে সকাল ১১ ঘটওকায় বলধারা ইউনিয়ন এর গোলাইডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে কৃষকদের দৃশ্যমান উপস্থিতি ছাড়াই সিংগাইর উপজেলা হল রুমে সারা দেশের ন্যায় ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান
হয়েছে।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ।
তিনি ভূমি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যে আমরা ভূমি ক্রয়, বিক্রয় করার সময় ও জমি সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হলে ভূমি সম্পর্কে জানাতে চেষ্টা করি তাছাড়া ভূমি সম্পর্কে জানাতে চাই না।
ভূমি বিষয়ে পাঠ্যপুস্তকে পাঠ্য থাকা দরকার। তিনি এত কিছু বলার পরওবর্তমানে যে ইটভাটায় মাটি কেটে ভূমি ধ্বংস করে ফেলছে সে বিষয়ে প্রশাসনের নজর নেই বা কোন আইন নেই।উদ্বোধনী অনুষ্ঠানে সিংগাইর সার্কেল এএসপি ফাহিম আসজাদ, কৃষি অফিসার হাবিবুল বাশার , সমাজসেবা অফিসার মোঃ মনজুরুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাংবাদিক ওইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাসহ অনেকে।