সিংগাইর উপজেলায় ইট বানানো মৌসুম শেষ হলেও আগামী মৌসুমের জন্য
ইদানিং কালে অর্থাৎ বর্তমান সহকারী কমিশনার ভূমি ( এসিল্যান্ড) এস এম আবদুল্লাহ বিন শফিক এর দায়িত্ব পালনকালে
ইটভাটার জন্য কৃষি জমি হতে মাটি কাটা হচ্ছে ৩ গুন।
গত ৯ মে অনুষ্ঠিত জামির্তায় মাটিকাটা বন্ধে মানববন্ধন চলাকালে সকলের বক্তব্যে, বলধারা ইউনিয়ন এর আল মামুন, শিক্ষানবিশ আইনজীবী মোস্তাফিজুল বিশ্বাস মিলন, চান্দহর ইউনিয়ন এর হেলাল ওপিটিভি বাংলা প্রতিবেদন হতে এমনটি তথ্য পাওয়া গিয়েছে।
জামির্তা ইউনিয়ন এর রফিকুল ইসলাম এর সভাপতিত্বে, মুহাম্মদ উল্লাহর পরিচালনায় প্রকৌশলী আবু সায়েম, বিএনপি নেতা সানোয়ার হোসেন, মিজানুর রহমান, চান্দহরের তারিকুর রহমান আলাল ও দীন ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন বর্তমান সিংগাইর সহকারী কমিশনার ( ভূমি) কার্যালয়ে
ইটভাটায় মাটি কাটা বিষয়ে ও মাটিখোরদের
সুনির্দিষ্ট নাম উল্লেখ করা সহ বিস্তারিত লিখে আবেদনটি জমাদানকালে এসিল্যান্ড এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন মাটি কাটা ছাড়া ইট কিভাবে তৈরী হবে শুধু তাই নয় রাতে কৃষি জমি হতে মাটি কাটা হচ্ছে এমন অভিযোগে জামির্তায় ঘটনা স্থলে গিয়ে সত্যতা না পেয়ে পাল্টা জবাবে বলেছেন আমাদের হয়রানি করা হচ্ছে। এছাড়া মানববন্ধনে আরও অভিযোগ তুলে বলেন প্রশাসনের ছত্রছায়ায় মাটি কাটা স্থলে যাওয়ার আগে তথ্য পৌঁছিয়ে দেয় মাটিকাটা বন্ধ করে সরে যাওয়ার পরেই
প্রশাসনের টিম ঘটনা স্থলে উপস্থিত হন।

এছাড়া বলধারা ২৭ টি ইটভাটায় বর্তমান মাটি কাটার হরিলুট চলছে। বলধারা ইউনিয়নে মাটিকাটা চলছে দিনদুপুরে। চান্দহর ইউনিয়ন বর্তমান মাটি কাটা পরিস্থিতিতে পাশ্ববর্তী জমির মাটি ভাঙ্গনে জমি বিক্রি করা হয়েছে এমনটি জানান
চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল, তিনি জানান বর্তমান পরিস্থিতিতে মাটি কাটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তাই জমি বিক্রি করে দিয়েছি।
পিটিভি বাংলা ও পৃথিবী প্রতিদিন পত্রিকার
প্রতিবেদন কালে তার অফিসে
ইটভাটা বিষয়ে কোন বক্তব্য দিতে ও ইটভাটা ভাড়া নেওয়া , ভাড়াটিয়ার ইচ্ছে মতে
ইটের মার্কা বদলিয়ে ভাড়াটিয়াদের পছন্দ মতো মার্কা দিয়ে ইট বানানো কতটা আইনগত
এ প্রশ্নের জবাবে তিনি জানান এ বিষয়ে আমার কিছু জানা নেই আমাকে এ বিষয়ে লেখা পড়া করতে হবে।
গত রোজার মাসের শেষ দিকে এই এসিল্যান্ড যোগদান করেছেন।
বলধারার মামুন ও একই ইউনিয়ন এর ছোট কালিয়াকৈরের মোস্তাফিজুল বিশ্বাস মিলন বলেন এই এসিল্যান্ডের আমলে মাটি কাটা হচ্ছে ৩ গুণ তার বদলির বিকল্প নেই।
গোলাইডাঙ্গার আজম খান, জয়মন্টপ এর মেজবাহ উদ্দিন জানান
মিসক্যাচসহ জমি খারিজ
নিয়ে এখন হয়রানি ও মোট অংকের টাকার দাবি করা হচ্ছে, সিংগাইর কৃষি জমি রক্ষায় ও জনগণের হয়রানি বন্ধে এসিল্যান্ড এস এম আবদুল্লাহ বিন শফিক এর যত দ্রুত বদলি হয়
ততই সিংগাইরের মঙ্গল হবে।
এ বিষয়ে এসিল্যান্ড মহাদয়কে জিগ্যেসাবাদ করিলে তিনি জানান আমি যোগদান করেছি মাত্র ২ মাস আগে, মাটিকাটা হচ্ছে আমিও সাধ্যমতো ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছি প্রায় ৬ লাখ টাকা, তিনি আরও জানান আমি একা তারপরও মাটিকাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে, সকলেই এগিয়ে আসতে হবে।