
মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলীজমির মাটিকাটা বন্ধসহ অবৈধ ইটভাটা অপসরণের দাবীতে গত ৯ মে মানববন্ধন করেছেন জামির্তা ইউনিয়নবাসী।
গত শুক্রবার বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী জামির্ত্তা সড়কের হুটেরচক এলাকায় ফসলীজমির মাটিকাটা বন্ধ ও অবৈধ ইটভাটা অপসরণসহ ধান পোড়ার প্রতিবাদে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রফিকুল ইসলামের সভাপতিত্বে মুহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় প্রকৌশলী আবু সায়েম, ছানোয়ার হোসেন, মিজানুর রহমান, তারিকুর রহমান আলাল ও দীন ইসলামসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
বক্তারা জানান
৩ ফসলি জমিতে মাটি কাটতে দিবো না,
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই
মূলত মানব অনুষ্ঠিত হয়েছে।