সিংগাইরে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী (৫০) হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামি কেউ গ্রেপ্তার হয়নি। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (১১ মে) সকাল ১১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্ব পাড়ার ৩য় শ্রেনীতে পড়ুয়া নাতনীকে ( মেয়ে পক্ষের) স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো প্রতিবেশী চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন (৪২)। এ ঘটনায় থানায় মামলা করেন ভিকটিমের মান। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে তার কয়েক সড়যোগীসহ ২৯ এপ্রিল সন্ধ্যায় কুপিয়ে হত্যা করে ওই স্কুল ছাত্রীর নানা আজগর আলীকে। নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে।

এবঘটনায় নিহতের ছেলে আইয়ূব খান বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মীর হোসেন,মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের ৪ জনকে গ্রেফতার করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। ইতিমধ্যে আজগর আলী হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের প্রযুক্তি ব্যবহার গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Comment