সিংগাইর পাইলটবালিকা উচ্চ বিদ্যালয়েএডহক কমিটির দায়িত্ব গ্রহণ

Photo of author

By PtvBangla

সিংগাইর পাইলট বালিকা
উচ্চ বিদ্যালয়ে আজ ১১ মে সকাল সাড়ে এগারোটায় প্রধান শিক্ষক এর অফিস কক্ষে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের সকল শিক্ষকদের উপস্থিততে এডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়েছে।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব আবুবকর সিদ্দিক এর
সার্বিক পরিচালনায় সভাপতি, শিক্ষক সাধারণ সদস্য ও ১ জন অভিভাবক সদস্য এর
দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বের ৪ জন সাধারণ অভিভাবক সদস্য, ১ জন
নারী অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য, ১ জন বিদ্যুৎশাহী, ২ শিক্ষক প্রতিনিধি ও
প্রধান শিক্ষক পদাধিকার বলে সাধারণ সম্পাদক এই পূর্ণাঙ্গ কমিটিকে
ছোট করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি পরবর্তী সিদ্ধান্ত বা পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
এডহক কমিটির সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেনে, এম এ ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক ভিপি সিংগাইর সরকারি কলেজ।
সদস্য সচিব আবু বক্কার সিদ্দিক, প্রধান শিক্ষক সিংগাইর বালিকা উচ্চ বিঃ, শিক্ষক সাধারণ সদস্য ফারজানা ফেরদৌস ও
অভিভাবক কাংশা নিবাসী সদস্য মোঃ জহিরুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ কালে স্থানীয় সাবেক কাউন্সিলর, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, সাবেক অভিভাবক সদস্য ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যায়ের শিক্ষকগণ সভাপতি ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন।
সভাপতির দায়িত্ব গ্রহণ কালে সভাপতি বক্তব্যে
সকলের সহোযোগিতা কামনা করেন।

Leave a Comment