দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি মামুন সাধারণ সম্পাদক সালমান

Photo of author

By PtvBangla

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ ও মোঃ সালমান খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিন হন।

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ শনিবার ৩১ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

দৌলতপুর প্রেস ক্লাবে যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোঃ বি এম খোরশেকে এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেখানে মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হাকিম রিটার্নিং অফিসার ও দীপ্ত টিভির মোঃ জাহিদুল হক চন্দনকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি পদে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। এতে ৫ জন প্রার্থী নির্বাচিত হন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো ৩ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ আব্দুর রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও দপ্তর সম্পাদক পদে মোঃ জহির মাহমুদ নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আরটিভির জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি

সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুনসহ মানিকগঞ্জ প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত সকল সাংবাদিক বৃন্দ। মোঃ সালমান খান

তৃতীয়বারের মতো দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের

উপস্থিতিতে এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Comment