মানিকগঞ্জের সিংগাইরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক জনি ওরফে সম্রাটকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে) রাতে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করা হয়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী। গত ৩ মে দুপুরে স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলো সে। পথে প্রতিবেশি জনি ওরফে সম্রাট আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানেই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এসময় শিশুটি কান্নাকাটি করলে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়।উল্লেখ্য, সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ার সময় এসআই আজিজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।